প্রতিবেদকঃ সোহেল রানা, রাজারহাট
কুড়িগ্রামের রাজারহাটে গরীব কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে রাজারহাট উপজেলার ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সুমন কুমার রায় ও প্রস্তত কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলামের নেতৃত্বে রাজারহাট সদর ইউনিয়নের মেকুরটারী গ্রামের কৃষক আফজাল হোসেনের ৩৫ শতক জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। রাজারহাট উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সুমন কুমার রায় বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে দাঁড়ানোর যে নির্দেশনা দিয়েছেন তার বাস্তবায়ন ঘটাতেই কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা রাজারহাট উপজেলা ছাত্রলীগ এ ধান কাটা কর্মসূচি পালন করি। আজ থেকে এ কার্যক্রম শুরু করেছি। পুরো বোরো মৌসুমে আমরা এটা অব্যাহত রাখব। কৃষক আফজাল হোসেন বলেন,আমার জমির ধান পেঁকেছে। কিন্তু ধান কাটার কোনো শ্রমিক পাচ্ছি না। তাছাড়া শ্রমিকের খরচও বেশি। ছাত্রলীগের সৈনিকরা এ খবর পেয়ে আমার ধান কেটে দিয়েছে। এভাবে সাধারণ কৃষকের ধান কেটে দিলে অনেক কৃষক উপকৃত হবে। আমার জমির ধান কেটে দেয়ায় আমি ছাত্রলীগের সৈনিকদের ধন্যবাদ জানাই।
Leave a Reply