মোঃ ইব্রাহিম হোসেনঃ রাজধানী মোহাম্মদপুরে শীতে কাতর অসহায় শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে দুই শতার্ধিক কম্বল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘বন্ধন মানবিক কল্যাণ সংস্থার’।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে রাজধানী মোহাম্মদপুর হুমায়ুন রোডে বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের অডিটরিয়ামে এ সব কম্বল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ মোজাম্মেল হক, পরিচালক (উপ সচিব) বিভাগীয় সমাজসেবা কার্যালয়, ঢাকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রকনুল হক, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, ঢাকা, শহর সমাজসেবা কর্মকর্তা কেএম শহীদুজামান, বন্ধন মানবিক কল্যাণ সংস্থার চেয়ারম্যান হাসানুর রহমান পাভেল, পরিচালক আশীষ চন্দ্র শীল, পরিচালক মনিটরিং অ্যান্ড সুপারভিশন মোঃ মজিবুল হক এবং বন্ধন সংস্থার কর্মকর্তা সহ প্রমুখ।
Leave a Reply