
মোঃ ইব্রাহিম হোসেন, স্টাফ রিপোর্টারঃ কথায় আছে ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’। শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় মানুষের কাছে সর্বনাশই। কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তরা মধ্যে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ।
প্রতি প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশের বিভিন্ন জেলা ও থানায় এসব সুবিধাবঞ্চিত পথশিশু, প্রতিবন্ধী ও অসহায় দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘বন্ধন মানবিক কল্যাণ সংস্থা’।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে রাজধানীর আদাবর শেখেরটেক ১০০ নং ওয়ার্ড যুবলীগের কার্যালয়ের সামনে ‘বন্ধন মানবিক কল্যাণ সংস্থার’ পক্ষ থেকে সুবিধাবঞ্চিত পথশিশু, প্রতিবন্ধী ও অসহায় দুস্থ মানুষের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বন্ধন মানবিক কল্যাণ সংস্থার চেয়ারম্যান, গরিব দুঃখী ও মেহনতী জনতার অকৃত্রিম বন্ধু জনাব হাসানুর রহমান পাভেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩০ নং ওয়ার্ডের সফল কাউন্সিলর আলহাজ্ব আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্ধন মানবিক কল্যাণ সংস্থার পরিচালক (মনিটরিং ও সুপারভিশন) মোঃ মজিবুল হক, পরিচালক আশীষ চন্দ্র শীল, ১০০ নং ওয়ার্ড যুবলীগের নেতা সেলিম আহম্মেদ জীবন এবং বন্ধন সংস্থার কর্মকর্তা, সাংবাদিক সহ প্রমুখ।
Leave a Reply